মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ৪৮ জন ভাসমান ছিন্নমূল নারী-পুরুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদসামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদউপহার হিসাবে ৩ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, সাবান ও ১ লিটার তেল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
এসময় উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিমল মন্ডল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা সুলতানা হেপী, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন ও সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad