জাতীয় পতাকার সঠিক পরিমাপ ও রং নিয়ন্ত্রনের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ উপজেলাধীন ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ০২ সেপ্টেম্বর জাতীয় পতাকা বিতরণ করবেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানালেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার জানান, `আগামী ০২ সেপ্টেম্বর জেলা পরিষদ মিলনায়তনে জেলার ১ হাজার ৫৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সঠিক পরিমাপ ও রং এর জাতীয় পতাকা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এ পতাকা বিতরণ অনুষ্ঠানটি জেলার সকল উপজেলায় একইসাথে একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলার পতাকা বিতরণ করা হবে জেলা পরিষদ মিলনায়তনে।’
তিনি আরও জানান, `এই পতাকা উত্তোলনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের সামনে একটি বেদী তৈরী করে তাতে ২০ ফুট উচ্চতার একটি এসএস পাইপ স্থাপনের করতে হবে।’
এ অনুষ্ঠানে উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Posted ১০:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad