মোহাম্মদ আব্দুর রকিব হবিগঞ্জ থেকে : শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিরতণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাইস্কুল মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ খুর্শেদ আলীর সভাপতিত্বে ও মোঃ আব্দুর রকিবের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সফিকুর রহমান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আসম আফজাল, শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মাওলানা আব্দুস শহিদ, সদস্য হাজী নূরুল ইসলাম তালুকদার, ডা: শামছুর রহমান, মুক্তিযোদ্ধা সার্জেন্ট আলহাজ্ব মোঃ আব্দুল আলী, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরি, রেনেসা ট্রেনিং সেন্টার ব্যবস্থাপনা পরিচালক আবু নাছের মোঃ শাহীন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসতিয়াক আহমেদ আনান ও সামিয়া জান্নাত অহনা। মিলাদ মাহফিল পরিচালনা করেন শিক্ষক মাওঃ লুৎফুর রহমান ও মাওঃ রইছুল হাসান।পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
Posted ৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad