মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরশহর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে পরিচালিত এ অভিযানে শায়েস্তাগঞ্জ পুরাণবাজার, দাউদনগর বাজার ও ড্রাইভার বাজার এলাকায় দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণে ব্যাপক তদারকির অংশ হিসেবে কার্যক্রম চালানো হয়।
এ সময় ড্রাইভার বাজার এলাকায় পেয়েজের ম‚ল্য ১৮০ টাকা রাখা, মেয়াদোত্তীর্ণ ময়দা ও সুজি সংরক্ষণ ও ম‚ল্য তালিকা না রাখার দায়ে আজিজ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শায়েস্তাগঞ্জ পুরাণবাজারের জয় দ‚র্গা মিষ্টান্নকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল।
Posted ১:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad