মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, শিশুদের হাতে মোবাইল ফোন দিবেন না, পড়ালেখা ও খেলাধুলায় উৎসাহ দিবেন, শিশুদের ভবিষ্যত স্বপ্ন দেখাবেন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মসূচির আওতায় দুইদিন ব্যাপী শিশু মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিসের আয়োজনে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই শিশু মেলা শুরু হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো. ছালেক মিয়া, জেলা তথ্য অফিসার উজ্জ্বল সিংহ, সহকারি শিক্ষা অফিসার মাহমুদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার প্রমুখ।
এ শিশু মেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে সাজানো হয়েছে স্টল। আলোচনা সভার পূর্বে শিশুদের অংশগ্রহণে একটি র্যালী শহরের প্রধন সড়ক প্রদক্ষিণ করে।
Posted ১০:০৭ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad