মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত পাকি মিয়া (৩৫) সিলেট জেলার গোয়াইনঘাট থানার চলিতাবাড়ী গ্রামের আহাদ আলীর পুত্র ও তার সহযোগী চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র তৈয়ব আলী (৪৫) চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খায়রুল আলম জানান, আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে ইয়াবাসহ মাদক সরবরাহ করে আসছিল। আটককালে তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়।
Posted ১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad