মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ২০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই প্রবাসীরা ২৫ ফেব্রুয়ারী থেকে ১৮ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে বাড়ি ফেরেন। এ সময়ের মধ্যে মোট ৯০ জন প্রবাসী ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে নিজ গৃহে ফেরেন। এ পরিস্থিতিতে তাদেরকে সবধরণে সহযোগিতা করছে উপজেলা ও পুলিশ প্রশাসন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এসব তথ্য নিশ্চিত করেন । উপজেলা মেডিকেল অফিসারের বরাত দিয়ে সুমী আক্তার জানান, দেশে ফেরা ৯০ জনের মধ্যে ইতোমধ্যে ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, ৯ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বাকী ৬১ জন নিরাপদ সময়ে দেশে ফিরেছেন, তাই তারা কোয়ারেন্টাইনের আওতামুক্ত রয়েছেন। এদিকে গতকাল সোমবার বিকেল থেকে উপজেলা প্রশাসন পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ধরণে দোকান পাঠ বন্ধ থাকবে মর্মে মাইকিং করে অবগত করেছেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad