মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলধীন সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে বালু ভর্তি নৌকা আটক ও বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে এ দন্ড প্রদান করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী আক্তার।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলগাপুর গ্রাম সংলগ্ন সুতাং নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে উত্তোলনকৃত বালু ভর্তি নৌকা আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে সদর উপজেলার কান্দিগাও গ্রামের রফিক মিয়াকে আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:১৩ অপরাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad