মো. আবদুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস বিস্তার রোধকল্পে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ না মানায় ৫টি দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) ১২টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে স্টেশন রোডের হাজী আব্দুর রহিম স্টোরকে ৫ হাজার, আঁখি ইলেকট্রোনিক্সকে ১০ হাজার, দাউদনগর বাজারে আনন্দ ফ্যাশনকে ২ হাজার, মদিনা সেনিটারীকে ৫ হাজার ও পুরানবাজারে মনিহার স্বর্ণের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখলে জরিমানা হবে, প্রয়োজনে কারা দন্ড দেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:৫৩ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad