মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে সড়কের উভয় পাশ্বের শতাধিক অবৈধভাবে স্থাপনা পুনরায় উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বুধবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে মহাসড়কের অলিপুরে এ উচ্ছেদের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার শিল্পাঞ্চল অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশের শত শত অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ফলে ফুটপাত দিয়েও জনগণের চলাচলা ফেরায় মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়। কখনো যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয় পরিবহনসহ সাধারণ যাত্রীদের। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশেষে মহাসড়কের পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০/১২ দিন আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে পুনরায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরানোর জন্য মাইকিং করা হয়েছে। এর মধ্যে যারা সরায়নি তাদেরগুলো উচ্ছেদ করা হয়েছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad