মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়েরসম্পত্তিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত রবিবার (২ ফেব্রুয়ারি) এলাকায় মাইকিং করার মাধ্যমেসংশ্লিষ্ট সকলকে রেলকর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে।
এ ঘোষণার পরইশায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনীসহ আশপাশের রেলওয়ের ভূমিতে অবৈধভাবে বসবাসকারী লোকজন নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতিনিচ্ছে।
জানা যায়, রেল মন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ ১০ ও ১১ ফেব্রুয়ারি রেলওয়ের ভূমি দখল করে স্থাপন করা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পণা করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার পূর্বেই অবৈধ দখলদাররা নিজ উদ্যোগে সরে না গেলে যথারীতি অবৈধ স্থাপনা হিসেবে তাদের স্থাপনায় উচ্ছেদ কার্যকম চালানো হবে।
এ ব্যাপারে রেলওয়ে ভূমিতে স্থাপিত অবৈধ মার্কেটের বসায়ীরা জানান, পৌর কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা সিকিউরিটি দিয়ে তারা দোকানঘর ভাড়া নিয়েছেন। এ দোকানই তাদের একমাত্র ভরসা। তাদের উচ্ছেদকরা হলে পরিবার পরিজন বিপাকে পড়বেন। এ দুশ্চিন্তায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
পৌর কর্তৃপক্ষের নিকট সিকিউরিটি বাবদ জমা দেওয়া টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে ব্যবসায়ীরা সংশয়প্রকাশ করেন।
Posted ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad