মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরানবাজার ও দাউদনগর বাজারে পৃথক অভিযান চালিয়ে চারটি বেকারীকে বিভিন্ন অনিয়মের কারনে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এসব জরিমানা আদায় করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম।
সূত্রে জানা যায়, স্বাস্থ্যহানীকর পরিবেশে খাবার প্রস্তুত করন, খাদ্যে ক্ষতিকর দ্রব্য মিশ্রণ, মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রি ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় নিউ সুপার ফুড গার্ডেনকে ১০ হাজার, সুমাইয়া বেকারীকে ১৫ হাজার, গাউছেপাক বেকারীকে ১৫ হাজার ও আউলিয়া বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধন না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad