মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় দশটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত পৌর এলাকার হাট-বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা।
সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজারে মিজান কসমেটিক্স ১০ হাজার, অনিক সাইকেল মার্ট ২০ হাজার, রূপা কসমেটিক্স ৫ হাজার, রানা জুয়েলার্স ২ হাজার ও পুরানবাজারে বিলাল মিয়ার চা দোকানে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পুরানবাজারে দোকানে শুটকি ঢেকে না রাখার কারণে পাঁচ ব্যবসায়ীকে ২শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে।
—
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad