মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুইটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি পেঁয়াজের গুদাম তল্লাসী করা হয়। গতকাল রোববার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে স্টেশন রোডের বিপ্লব পালের দোকানে এমুনিয়া ক্যামিক্যাল পাওয়ায় ২ হাজার টাকা ও প্রেসক্লাব রোডে আবিদুর রহমানের দোকানে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে দাউদনগর বাজার রেল গেইটের উভয় পাশে ছয়টি দোকান উচ্ছেদ করা । দুর্ঘটনা এড়াতে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এর অাগে গত ১২ নভেম্বর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় রেল গেইট এলাকায় অবৈধ দোকান মালিকদের নিজ দায়িত্বে সরে যাবার নিদের্শ দেন। পরে ডিসির নির্দেশ পেয়ে রোববার অভিযানে নামেন ইউএনও। ভোজ্য পণ্য ভেজালমুক্ত ও নিরাপদ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে প্রতিদিন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমি আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন শায়েস্তাগঞ্জ পুলিশ ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad