মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিক্সাতে থাকা দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু। তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছে। ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবজাল জানান, সিলেট থেকে ঢাকা গামী লোকাল বাসের ভিতরে ডুকে পড়ে সুতাং থেকে আসা শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিক্সা। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়, পরে হবিগঞ্জ হাসপাতালে এক শিশুও মৃত্যুর কোলে ঢলে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বিদ্যুতের খুঁটি রাখার কারনে সিএনজি অটোরিক্সাটি চাপতে না পারায় বাস সিএনজিকে ধাক্কা দেয়।
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad