মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদ্বোধন করা হয়েছে। একইসাথে জাতীয় শিশু দিবসও উদযাপন করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে এ উদ্বোধন কার্যক্রম শুরু করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার আকাশে বেলুন উড়িয়ে দেন এবং উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল ও পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া একসাথে পায়রা উড়িয়ে দেন । এর আগে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌর পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার প্রমুখ
Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad