মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নন এমপিও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক ও কর্মচারি করোনাকালীন প্রনোদনা প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক ও কর্মচারীর হাতে প্রনোদনার ৪ লাখ ৫৫ হাজার টাকার চেক তুলে দেন শাযেস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
জানা যায়, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুরচান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরপুর আর্দশ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়সহ ৮ টি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এ প্রনোদনা দেয়া হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, করোনার কারনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খুব কষ্টেদিন কাটাচ্ছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রনোদনা ঘোষনা করেন। এরই আওতায় উপজেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জনকে প্রনোদনার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
Posted ৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad