মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুকুরের পানিতে ডুবে রিহাত আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জালাল মিয়ার পুত্র রিহাত আহমেদ, প্রতিদিনের মতো সাথীদের নিয়ে পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তার মরদেহ পানির উপরে ভেসে উঠলে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Posted ১:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad