মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে রাষ্ট্রীয় নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার দায়ে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা।
সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌর শহরের দাউদনগর বাজারে তাহের ক্লথ স্টোরকে ১ হাজার, আব্দুল হামিদ কাপড় দোকানকে ২ হাজার, সুমি ফ্যাশনকে ২ হাজার, রাজু জুয়েলার্সকে ৫শ, কামাল সিকদারের জুতার দোকানকে ১হাজার ৫শ, কাজল মিয়ার লেপের দোকান ২হাজার, স্টেশন রোডের সেলিম হার্ডওয়ারকে ১ হাজার, উপজেলার সুতাং বাজারের শরিফ মোবাইলের দোকানকে ২শ ও বাঁশ ব্যবসায়ী আব্দুল আজিজকে ২শ টাকা জরিমানা করা হয়েছে।
নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দন্ডবিধির ১৮৬০ এর ২৭১ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad