মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিয়ম না মানারদায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও ২ মোটরসাইকেল আরোহীকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও নির্বাহী ম্যাজেস্ট্রিট মোঃ শাহ আজিজ উপজেলার ড্রাইভার বাজার ও দাউদনগর বাজার এলাকায় ভ্রাম্যমান আদলাত পরিচালনা করেন। এসময় দাউদনগর বাজারে একটি ফার্মেসীতে ক্রেতাদের জটলা থাকায় সেনাবাহিনীর টহলরত টিমের ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে ফার্মেসীকে সতর্ক করা হয়।
পরে সেনাবাহিনীর টহলে ওই ফার্মেসীতে ক্রেতাদের ভিড় থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ হাজার, একই অভিযোগে ড্রাইভার বাজারে একটি হার্ডওয়ার দোকানে ৫ হাজার, দুটি পানের দোকানে ১ হাজার, একটি মুদি মালের দোকানের ভিতর ক্রেতার জটলা থাকায় ১ হাজার এবং নিয়ম না মানায় ২ মোটরসাইকেল আরোহীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম না মানায় উল্লেখিত ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad