মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের ৩৫০ বর্গফুট ভূমি লীজ নিয়ে ৫৬০ বর্গফুট দখল করে দোকানপাট নির্মাণ করায় দুইটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উচ্ছেদ উপলক্ষে ঢাকা থেকে আগত রেলওয়ে কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এ জরিমানা করেন।
জানা গেছে, রেলওয়ের ৩৫০ বর্গফুট ভূমি লীজ নিয়ে বিছমিল্লাহ টিস্টল ও মুসলিম টিস্টল নামে দুইটি দোকান নির্মাণ করা হয়েছে। শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমি উদ্ধারে অভিযান উপলক্ষে গতকাল বিকালে ঢাকা থেকে রেলওয়ের ওই কর্মকর্তাগন শায়েস্তাগঞ্জ আসেন।
ওই কর্মকর্তারা রেল স্টেশনের প্লাটফর্মের পাশে অবস্থিত বিছমিল্লাহ টিস্টল ও মুসলিম টিস্টলে প্রবেশ করেন। তারা দোকানগুলো পরিমাপ করে লিজ নেওয়া ৩৫০ বর্গফুট জায়গার স্থলে ৫৬০ বর্গফুট জায়গা তাদের দখলে পান। লীজ নেওয়া ভূমির চেয়ে অতিরিক্ত ভূমি দখলে রাখার দায়ে বিছমিল্লাহ টিস্টল থেকে ২৫ হাজার ও মুসলিম টিস্টল থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন রেলওয়ের কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার।
Posted ২:২৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad