মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মানুষের দুইটি খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কদমতলী নামক স্থানে জি এস বাদ্রাস সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন জমি থেকে অজ্ঞাত লাশের দুইটি পা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন।
জানা যায় বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অজ্ঞাত লাশের খন্ডিত পা দুইটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খন্ডিত পা দুইটি উদ্ধার করে । এই পা দুটি করোনা পজেটিভ রোগীর কিনা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে লাশের পা গুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছি। পুরো লাশ না পাওয়ায় পা দুটি মহিলা না পুরুষের তাও বুঝা যাচ্ছেনা। ময়না তদন্তের রির্পোট আসলে প্রকৃত ঘটনা বুঝা যাবে।
Posted ৭:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad