মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার ঢাকা-সিলেট রেল পথের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৫) গুরুতর নিহত হয়েছে। বুধবার ( ১১ ডিসেম্বর ১৯) সকাল ১০ টার দিকে উল্লেখিত স্থানে এ ঘটনাটি ঘটে। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী কালনী একপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন প্লাটফর্মে প্রবেশকালে ওই যুবক ট্রেনের নিচে ঝাপদিলে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ট্রেনের নিচে ঝাপদেওয়ায় তার শরীর দ্বী-খন্ডিত হয়ে তার তৎক্ষনাত মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ জিআরপি ফাঁড়িতে নিয়ে আসেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল জি আরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং – ২৪/তাং ১১-১২-২০১৯ইং।
Posted ৪:৫২ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad