মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম রোধ করতে সেনাবাহিনীর প্রচারভিযান শুরু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফ উজ-জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাঠে কাজ শুরু করেছে।
জনসাধারণের সচেতনতার অংশ হিসেবে জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ব্যতিত বাহিরে ঘোরাফেরা না করে নিজগৃহে অবস্থান করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কেম্পেইন পরিচলনা করেছে সেনাবাহিনী।
এসময় স্টেশন রোডের মুদিমালের দোকান জালালাবাদ স্টোরের ভিতর ক্রেতাদের জটলা থাকায় ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।
—
Posted ৮:০৮ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad