মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে বাঁচাতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬জুন) সকাল ৯ টায় নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত আছকির মিয়া নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আছকির মিয়া উল্লেখিত সময়ে বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যাওয়া তার ছেলেকে আনতে যায়। এ সময় বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে আছকির মিয়া আহত হন। লোকজন মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নুরপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওর্য়াডের মেম্বার মোঃ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad