মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ সিএনজি অটোরিকশা বুঝাই চোরাই চাপাতা উদ্ধার ও ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্তের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে ৪শ ৩০ কেজি চোরাই চা-পাতা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য এক লক্ষ ঊনত্রিশ হাজার টাকা।
সূত্রে জানা যায়, গোপন সংবাদদের ভিত্তিতে অভিযানকালে চোরাই মালামাল বহনের কাজে ব্যবহৃত দুইটি সিএনজি অটো রিকসাও আটক করেছে পুলিশ। চোরাই চা পাতা পাচারের অপরাধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রমাপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মোঃ মোতাব্বির (২৯) ও মাধবপুর উপজেলার কড়রা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মোঃ রফিক মিয়া (৪৫) কে আটক করেছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Posted ৯:১১ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad