মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে চলমান ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথে পুনরায় ট্রেন চালু করার দাবীতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উন্নয়ন পরিষদ সভাপতি মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, বুলবুল খান মোঃ মুখলিছ মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবীর সৈকত, মোঃ আব্দুর রকিব, বর্তমান প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, সিনিয়র সাংবাদিক ফজলুল হক চৌধুরী সেলিম, নাট্য ব্যক্তিত্ব বাবুল মল্লিক, হারুন সাঁই, সাবেক অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, হপবিস পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, মেম্বার আবুল কালাম আজাদ, মেম্বার শামীমুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব জামাল আহমেদ রাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক সাহেদুল ইসলাম সাহেদ, পৌর যুবলীগ নেতা জুনায়েদ তালুকদার, ইমদাদুল ইসলাম শীতল, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, সাংবাদিক এম শামীম চৌধুরী, মহিবুর রহমান, ইউনিয়ন যুবলীগ আহবায়ক মহিউদ্দিন দুলাল, যুগ্ম-আহবায়ক হেলাল মাহমুদ, পৌর শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা এ আর নাহুল, সুলতান জামিল জীবন, নাজমুল তৌহিদ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয় অচিরেই হবিগঞ্জ-৩ আসনের এমপি জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সাথে সাক্ষাৎ করে বাল্লা ট্রেন চালু ও ট্রেনের টিকেট বৃদ্ধিসহ বিভিন্ন দাবী তুলে ধরে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad