মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর বিকাশ সরকার, ট্রাফিক কন্সটেবল মো. রুহুল আমিনসহ শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল মামুনের নেতেৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলিপুরগামী একটি অটোরিক্সাকে আটক করে।
এ সময় অটোরিক্সায় তল্লাশি চালিয়ে আসনের নিচে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ছালেক মিয়া (৫০) ও কাজল মিয়াকে (৩৫) আটক করা হয়। আটক ছালেক মিয়া চুনারুঘাটের ঘণশ্যামপুর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র ও কাজল মিয়া একই উপজেলার ছয়শ্রী গ্রামের জহুর হোসেনের পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আল মামুন বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad