মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবলকে করোনাভাইরাস সন্দেহে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে প্রচন্ড শ্বাসকষ্টজনিত কারনে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, শায়েস্তাগঞ্জ থানার এক পুলিশ কনস্টেবল হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্ট অণুভব করলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাস সন্দেহে তাকে ভর্তি করা হলেও বৃহস্পতিবার রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে তিনি আক্রান্ত কিনা। তিনি আরো বলেন, থানা ভবনে স্থান সংকটের কারনে কেউ যদি করোনা সংক্রমিত হন তাহলে তাকে পার্শ্ববর্তী কমিউনিটি সেন্টারে রাখা হবে।
হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আসা এক পুলিশ কনস্টেবলকে হাসপাতালের আইসোলেন্ট ওযার্ডে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে এবং নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলেই জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি না!
Posted ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad