মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গে আক্রান্ত (সর্দি, জ্বও, কাশি, শ্বাসকষ্ট) সুমন মোহন্ত (২৯) নামে একটি প্রাইভেট কোম্পানীর সেল্স অফিসারের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন নিহতের সুমনের স্ত্রী। সুমন মোহন্ত আরএফএল কোম্পানীর ইটালিয়ানো গ্রুপে সেল্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল ছিল শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল। তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের একটি বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়- সুমন মোহন্ত গত কয়েকদিন যাবত করোনা উপসর্গে ভোগছিলেন। বিষয়টি গোপন রেখে বাসায় ছিলেন তিনি। তার অবস্থার অবনতি হলে খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে আসা স্ত্রী, স্বজনরা রোববার দিবাগত রাত ৩টার দিকে প্রাইভেট গাড়ীতে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন, পৌরসভার মেয়রের কাছ থেকে শুনেছি এবং নিহত ব্যক্তি যে বাসায় থাকতেন সেই বাসার অন্যান্যদের হোম কোয়ারেন্টাই নিশ্চিত করার জন্য থানা পুলিশকে অবগত করেছি।
Posted ১০:০৫ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad