আগস্ট মাস শোকের মাস। এ মাসের ২৪ তারিখ বিকেলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হবে। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এ আয়োজন করা হয়েছে। এতে যোগদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শোক সভাকে সফল করতে দিনরাত শ্রম দিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ সর্বস্থরের নেতা কর্মী ।স্থানে স্থানে তোরণ ও ব্যানার স্থাপন করা হয়েছে। মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ব্রাহ্মণডোরা ইউনিয়নের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়ার পরিচালনায় তৃণমূল নেতাকর্মী নিয়ে স্থানে স্থানে সভা করা হচ্ছে।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad