মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলওয়ের ভূমিতে নির্মিত দোকানপাটের ব্যবসায়ীদের মাঝে উচ্ছেদ আতংক ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা হ্রাসকৃত মূল্যে তাদের মালামাল বিক্রি করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, ১২ ফেব্রুয়ারি থেকে রেলওয়ের ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হবে। এতে আতংকিত হয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর বাজার এলাকায় রেলওয়ের ভূমিতে নির্মিত দোকানপাটের ব্যবসায়ীরা উচ্ছেদে মালামালের ক্ষয়ক্ষতি হবে ভেবে এ ব্যবস্থা গ্রহন করেন।
সরজমিনে দেখা যায়, বিভিন্ন শ্রেণী-পেশার নারী পুরুষ দোকানে ভিড় করেন হ্রাসকৃত মূল্যে পণ্য ক্রয় করতে। জনৈক ব্যবসায়ী জানান, রেল কর্তৃপক্ষ তাদের ভূমি উদ্ধারে অভিযানের বিষয়ে শহরে একাধিকবার মাইকিং করেছেন। তাই উচ্ছেদে ক্ষয়ক্ষতির হাত থেকে মালামাল রক্ষায় বিক্রি করতে বাধ্য হয়েছি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, বিষয়টি রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের, তবে অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে মর্মে একটি নোটিশ পেয়েছি।
Posted ২:১২ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad