মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে হাতানাতে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে দেউন্দি সড়কের মোড় থেকে তাদেরকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলাকান্ত, এসআই ইমা ও এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দেউন্দি রাস্তার মোড়ে অভিযান চালায়। এসময় ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটকৃতরা হলো শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিরামচর গ্রামের সোহান মিয়া, মহলুল সুনাম গ্রামের ইসমাইল ও অপু ঘোষ। এ সময় তাদের ব্যবহারের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
Posted ৮:০২ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad