মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : শায়েস্তাগঞ্জ রেল জংশনে ট্রেনের টিকেট অবৈধভাবে বিক্রি দায়ে দুই রেল কর্মচারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল (সোমবার) দিনব্যাপী চালানো অভিযানকালে দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানের সময় গেইটম্যান মাসুদ রানা টিকেট কাউন্টারে ছিল এবং শ্রীমঙ্গল থেকে অনলাইনে ক্রয় করা ১৪ নভেম্বরের টিকেট ওইদিন জনৈক যাত্রীর কাছে বিক্রি করছিল। এ অভিযোগে তাকে ৫ হাজার টাকা জরিমানা কারা হয় এবং বুকিং সহকারি ওবায়দুর তার স্থলে গেইটম্যানকে কাউন্টারে রাখার অপরাধে তাকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad