মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, স্থানীয় লেঞ্জাপাড়া গ্রাম নিবাসী মোঃ আব্দুল জলিল স্যার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টার সময় অসুস্থ্যতা জনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।
তিনি ১৯৬৮ সালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে ১৯৯৯ হতে ২০০৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। তার কোন সন্তান নেই, মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অগনিত আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বিকাল সাড়ে ৪টার সময় শায়েস্তাগঞ্জ পৌরসভা মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী জেনারেল সৈয়দ আবদাল আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদুল হক, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার প্রমুখ।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad