মোঃ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ সংবাদদাতা:- শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেল ব্রীজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। তার পরনে লাল রংয়ের ছিল মেক্সি। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সুতাং রেল ব্রীজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আশা সিলেটগামী পাহাড়িকা ট্রেন উল্লেখিত স্থানে পৌঁছলে ট্রেনের নিচে কাটাপড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানায় খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য মোঃ দুদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১২:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad