বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শাহজিবাজার রাবার বাগানে বনদস্যুর হামলায় দুই আনসার সদস্য আহত 

রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০     168 ভিউ
শাহজিবাজার রাবার বাগানে বনদস্যুর হামলায় দুই আনসার সদস্য আহত 

মোঃ আব্দুর রকিব,  হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শাহজিবাজার রাবার বাগানে কর্মরত দুই আনসার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে  কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল বনদস্যু। আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজিবাজার রাবার বাগানে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় আনসার সদস্যদের উপর এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবাব বাগানে বনসম্পদ প্রহরায় থাকা অবস্থায় আনসার সদস্যদের উপর বনদস্যুরা অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে আশরাফুল ও সুলিল দেবকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে বনদস্যুরা। তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে প্রেরণ করেন। এসময় হামলাকারিরা পালিয়ে যায়।

আহতরা হলেন, শাহজিবাজার রাবার বাগানে কর্মরত আনসার সদস্য আশরাফুল ইসলাম (৩০) ও শৈলিল দেব (৪০)। আশরাফুল ময়মনসিংহ জেলার সইলহরা গ্রামের আব্দুর রহমানের পুত্র এবং শৈলিল দেব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সুরেন্দ্র চন্দ্র দেবের পুত্র।

আহতরা জানান, তারা শাহজিবাজার  রাবার বাগানে প্রহরী হিসেবে কর্মরত অবস্থায় ওইদিন  সন্ধ্যায় হঠাৎকরে একদল বনদস্যূরা তাদের উপর অতর্কিত হামলা চালায়।

মাধবপুর থানার (ওসি) ইকবাল হোসেন জানান, আনসার সদস্যদের উপর বনদস্যুদের হামলার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com