মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শাহজিবাজার থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক চোরাই তারসহ শাহজাহান মিয়া মোল্লাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তার হেফাজতে থাকা চোরাইকৃত বৈদ্যুতিক তামার তার উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শাহজিবাজার এলাকার মুন্নি গার্মেন্টস থেকে এ চোরাই তার উদ্ধার করা হয়েছে। জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শাহজিবাজার এলাকার মুন্নি গার্মেন্টসে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার মূল্যের ১ হাজার ৫শ কেজি বৈদ্যুতিক তারসহ শাহাজাহান মোল্লাকে আটক করেন। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির রিয়াজনগর গ্রামের মৃত কদর আলীর পুত্র ও শাহজিবাজার রাবার বাগান এবং দরগা গেইট এলাকার মুন্নি গার্মেন্টস এর কর্মচারী।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের মাধ্যমে এবং পিডিবি’র কর্মচারীকে ম্যানেজ করে লাখ লাখ টাকার তার বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। জানা যায়, শাহজাহান মোল্লা দীর্ঘদিন যাবত শাহজিবাজারে অবস্থিত পিডিবি’র কিছু অসৎ কর্মকর্তা কর্মচারীদেরকে ম্যানেজ করে চোরাই তারগুলো এনে মুন্নি গার্মেন্টসে সংরক্ষণ করে এবং এখান থেকে সে বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
গোপন সূত্রে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাতে নাতে মুন্নি গার্মেন্টস থেকে ওই তারসহ শাহজাহান মোল্লাকে আটক করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়, আটক শাহজাহান মোল্লা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
Posted ১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad