পি সি দাশ, শাল্লা প্রতিনিধি : শাল্লায় আনন্দঘন পরিবেশে অনুষ্টিত হয়েছে সদর ঘুঙ্গিয়ারগাওঁ বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
নির্বাচনে সভাপতি পদে মহিতোষ দাস সিংহ প্রতিক নিয়ে ১৭০ ভোট ও সাধারণ সম্পাদক সুবীর সরকার পান্না ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন।
সোমবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয় । নির্বাচনী আচরণ মেনেই বাজারের ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৪ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। সহ সভাপতি ৪ জনের মধ্যে রাজিব দাস রুবেল ১৯৯ ভোট ও সত্যবান দাস ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়।
এছাড়া সদস্য পদে আরো ১১ জন সদস্য বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে লুৎফর রহমান (হাতি প্রতীক) নিয়ে ১১৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেন। সাধারণ সম্পাদক পদে ব্রজেশ চৌধুরী (ফুটবল প্রতীক) নিয়ে ১৩৭ ভোট পেয়ে লড়াই করেছেন। সহ সভাপতি পদে প্রভাংশু দাস, জন্টু সরকার প্রতিদন্ধীতা করছেন।সবকটি পদে তুমুল লড়াইয়ের মধ্যদিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সবাই আনন্দিত। নির্বাচন কমিশনের দ্বায়িত্বে নিয়োজিতরা ও নির্বাচনের সার্বিক কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদেরকে ধন্যবাদ জানান সাথে সাথে বিজয়ীদের অভিনন্দন জানান।