বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শাল্লায় সুরঞ্জিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

পি সি দাশ, শাল্লা প্রতিনিধি:-   রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯     350 ভিউ
শাল্লায় সুরঞ্জিত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 
সুনামগঞ্জের শাল্লায়  উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতি ধরে রাখতে “সুরঞ্জিত স্মৃতি গোল্ডকাপ অন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।  খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।

রবিবার  ৪ টায় স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায়  শাল্লা উপজেলার আটগাঁও ইউপি একাদশ ও দিরাই উপজেলার তাড়ল ইউপি একাদশ মুথোমুখি হয়।৯০ মিনিটের খেলায় ২-০ গোলে দিরাইয়ের তাড়ল ইউনিয়ন একাদশ বিজয়ী হয়।

খেলায় আরো উপস্থিত ছিলেন  মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ,  ভাইস চেয়ারম্যান . দিপু রঞ্জন দাস,  উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুস সাত্তার  অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, আটগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, বাহাড়া ইউপি চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সুবল চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ সংবাদকর্মী  উপস্থিত ছিলেন।

খেলার সার্বিক পরিচালনায় ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালীপদ রায়। স্বাস্থ্য সহকারি জ্যোতিষ কান্তি তালুকদার বাদল ও প্রধান শিক্ষক অনাদি তালুকদার এবং হিমাদ্রী সরকার হিমেল সার্বক্ষণিক ধারাবর্ণনা করেন।

আয়োজকরা জানান, টুর্ণামেন্টে শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই, আজমিরীগঞ্জ, ইটনা, খালিয়াজুরীসহ বিভিন্ন উপজেলার মোট ১৬টি ইউনিয়ন পরিষদ একাদশ দল অংশ গ্রহণ করবে এবং নক-আউট পদ্ধতিতে সবকটি খেলা অনুষ্ঠিত হবে। আগামি ২২ সেপ্টেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com