শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। উপজেলা শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদের সভাপতিত্বে ইউআরসি ইনষ্ট্রাকটর আবু সাইদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান, হিসাব রক্ষণ অফিসার উত্তম কুমার মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক মানবজমিনের প্রতিনিধি পি সি দাশ পীযুষ প্রমুখ। সপ্তাহব্যাপী প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।