সুনামগঞ্জের শাল্লায় যৌথ ভাবে এই প্রথম ভগবান শ্রীকৃষ্ণের (৫২৪৫তম) জন্মাষ্টমী উদযাপন করা হল। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন কমিটি ও গৌর একাত্মতা যঞ্চযাত্রা সংঘ শাল্লা এর যৌথ আয়োজনে গোসাই ভাবকিশোর বাবাজি ও পরমানন্দ দাস বাবাজির সার্বিক পরিচানায় জন্মাষ্টমী পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় একটি র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কালী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ( আল আমিন), বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসাইন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাশ, থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া প্রমুখ। এছাড়া শিক্ষক শিক্ষার্থী, সনাতন ধর্মপ্রাণ বহু নারী পুরুষ উপস্থিত ছিল।