পি সি দাশ, শাল্লা প্রতিনিধি : শাল্লায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি জায়গায় নির্মিত দুটি দোকান উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় রোর্ডে হাসিমিয়া মাদ্রাসার পাশে তুষার ষ্টোর ও লাদেন ষ্টোরে উচ্ছেদ অভিযান পরিচানা করেন।
এসময় দুটি দোকান মালিক প্রত্যেক এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযানে আরো ছিলেন এস আই ফিরোজ মিয়া ও সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী।
এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির বলেন দোকান দুটি সরকারি জায়গায় অবৈধ ভাবে নির্মান করা হয়েছে। আর সেই দোকানে বসে কিছু বখাটে রাস্তায় চলাচলকারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
বিগত এক মাস পুর্বে তাদের দোকানকোঠ বন্ধের জন্য বলা হলেও তারা সেটি শুনেনি। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো উচ্ছেদ করাসহ দুহাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।