পি সি দাশ,শাল্লা (সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের পুর্ব পাশে দিরাই শাল্লা সড়কের দক্ষিণ পাশে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্টু দাস (২৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনা স্থালে গিয়ে জানা যায়, একই ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের নিরাই চন্দ্র দাসের ছেলে বিল্টু দাস রবিবার বেলা ২ টার সময় বন্যা থেকে বাড়ি রক্ষা করতে কচুরিপানা নিতে নৌকাযোগে সংঙ্গীয় আরো ২ জনকে নিয়ে ঘটনা স্থলে আসে। হঠাৎ মাথার উপর পিডিবি’র দিরাই শাল্লা মেইল লাইনের তারের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্টু দাস পানিতে পরে যায়। এর পর স্বজনরা পানিতে খোঁজা খোঁজি করার পর তার মৃত দেহ উদ্ধার করে।
খবর পেয়ে থানা পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। উল্লেখ্য একই স্থানে প্রতিনিয়ত বিদ্যুৎ তারের সঙ্গে দুর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।