স্টাফ রিপোর্টার শাল্লা : সুনামগঞ্জের শাল্লায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের ব্যানারে সর্বস্তরের নেতাকর্মীর সমন্নয়ে একটি বিশাল র্যালী উপজেলা সদরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে যুবলীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় সভায়
ব্ক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, আওয়ামীলীগ নেতা বিধু ভুষন রায়, ভাইস চেয়ারম্যান দিপুরঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, সাবেক কৃষকলীগ সভাপতি কাজল বরণ চৌধুরী, প্রচার সম্পদক নওশের মনির, সেচ্চাসেবক লীগ সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, সাবেক যুবলীগ সভাপতি তকবির হোসেন, আটগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, যুবলীগ নেতা ফেনী ভুষন সরকার, ছাত্রলীগ আহবায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহবায়ক সন্দিপন সরকার প্রমুখ।