পি সি দাশ শাল্লা (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
মঙ্গলবার বেলা ৩ টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি স্থাপন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আজাদ, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুলমিয়া, শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, মৎস্য অফিসার মামুনুর রহমান, এলজিইডি সহকারী ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, সেচ্চাসেবকলীগ সভাপতি বিশ্বজিত চৌধুরী নান্টু সহ আওয়ামীলীগ অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ। এর পূর্বে ড. জয়া সেনগুপ্তা উপজেলা মাসিক সমন্ময় সভায় অংশগ্রহণ করেন।