শাল্লা প্রতিনিধি : শাল্লায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় কেয়ার বাংলাদেশে’র সহযোগীতায় পুষ্টি বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। স্থানীয় গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন’র সভাপতিত্বে কমিটির সদস্য সচিব ইউ এইচ এফ ও ডাক্তার হেলাল উদ্দিনের সঞ্চালনায় কর্মশালা শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রানী দাস, শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মদ, মৎস্য অফিসার মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, আটগাঁও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ ও বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ, এছাড়া্ও কেয়ার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম সমন্নয়ের মাধ্যমে এগিয়ে নিতে এবং এ মহৎ উদ্যোগ সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপস্থিত সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।