শাল্লা সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় কেয়ার বাংলাদেশে’র সহযোগীতায় পুষ্টি বিষয়ক দ্বিমাসিক সভা উপজেলা সম্মেলন কক্ষে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, মেডিকেল অফিসার ডাক্তার সাদী, শিক্ষা অফিসার দ্বীন মোহাম্মদ, মৎস্য অফিসার মামুনুর রহমান, সমবায় অফিসার আলমগির কবির খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ ও বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ, এছাড়া্ও কেয়ার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম সমন্নয়ের মাধ্যমে এগিয়ে নিতে এবং এ মহৎ উদ্যোগ সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করার জন্য উপস্থিত সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।