পি সি দাশ, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা ১৩৭ টি বাঁধের পিআইসি র সভাপতি, সদস্য সচিবদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
বাপাউবো উপজেলা কমিটির আয়োজনে বেলা ১১ টায় উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেনে র সভাপতিত্বে কমিটির সদস্য মৎস্য কর্মকর্তা মামুনুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ পওর বিভাগ (২) বাপাউবো শরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, বাপাউবো শাল্লা শাখার উপ সহকারী প্রকৌশলী (এসও) শমসের আলী।
আরো ছিলেন ইউপি মনিটরিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক সহ পিআইসি র লোকজন।