শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শাল্লায় পাল্টা পাল্টি অভিযোগ 

সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯     148 ভিউ
শাল্লায় পাল্টা পাল্টি অভিযোগ 
শাল্লা প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লায় একেই গ্রামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে পাল্টা পাল্টি  লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার শাল্লা ইউনিয়নের দামপুর গ্রামের বর্তমান মেম্বার আব্দুর নুর মিয়ার বিরুদ্ধে একেই গ্রামের মৃত হরছত উল্লার ছেলে মিজাজ আলী  ২৭ নভেম্বর  ২০১৭ সালে বয়স্ক ভাতা দেওয়ার নাম করে ২ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে। এবিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ২৮ নভেম্বর আব্দুর নুর বাদী হয়ে একেই গ্রামের মৃত হরছত উল্লার ছেলে আজমদ মিয়া, এরশাদ মিয়া, মৃত কালাই উল্লার ছেলে  আলাউদ্দিন মিয়াসহ তিন জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে আব্দুর নুর উল্লেখ করেন জয়গা সম্পত্তি বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ একেই গ্রামের বিবাদীগনের সঙ্গে বিরোধ চলছে। সেই বিষয়কে ধামাচাপা দিতেই তার নামে মিত্যা বানোয়াট অভিযোগ করেছে বিবাদীরা। আব্দুর নুর বলেন আমি জনপ্রতিনিধি তারা আমার সুনাম নষ্ট করার জন্যই মিত্যা ঘুষের অপবাদ দিয়ে অভিযোগ করেছে। তিনি বলেন তদন্তে সব সত্য প্রমাণিত হবে বলে জানান।
তবে বিবাদী আমজদ  মিয়া বলেন মেম্বার তার অপরাধ ডাকতে মিত্যা অভিযোগ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন অভিযোগ দুইটির সত্যতা শিকার করে বলেন অভিযোগগুলোর বিষয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পাল্টা পাল্টি এই অভিযোগগুলো নিয়ে এলাকায় চঞ্চল্য সৃষ্টি  হয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ১২:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯

Sylheter Janapad |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
সম্পাদক ও প্রকাশক
গোবিন্দ লাল রায় সুমন
প্রধান কার্যালয়
আখরা মার্কেট (২য় তলা) হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
ফোন
+88 01618 320 606
+88 01719 149 849
Email
sjanapad@gmail.com